১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টায় নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

শেয়ার করুন

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি। রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি দুর্বল নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে স্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে। এটি সোমবার আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর গতিপথ বা চূড়ান্ত অবস্থান এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ২৫ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ আন্দামান সাগরের নিকট আরও ঘনীভূত হবে।

ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানান, মালাক্কা প্রণালি ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়ার কারণে নিম্নচাপটি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন ধাপ পেরিয়ে দ্রুত শক্তি অর্জন করতে পারে। প্রশান্ত মহাসাগর থেকে শক্তিশালী বাতাসের প্রবাহ, বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ এবং শীতল বাতাসের অভাব—সব মিলিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরিবেশ অনুকূল রয়েছে।

তিনি আরও বলেন, সমুদ্রের বিশাল জলরাশি এবং প্রবল বায়ুপ্রবাহের কারণে নিম্নচাপটি দ্রুত তীব্র হতে পারে। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবহাওয়াব্যবস্থা ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এর মধ্যে বিশেষ করে ২৬–৩০ নভেম্বর সময়কালে তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি।

এই নিম্নচাপের প্রভাবে ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার হতে পারে। ২৬ নভেম্বর তা বেড়ে ৬০–৭০ কিলোমিটার বা তার বেশি, এবং ২৭ নভেম্বর বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন