
বাকৃবি প্রতিনিধি –
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি বৈষম্যমূলক এবং অবাস্তব মনে করে শনিবার বিকেলে রেল অবরোধ করে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থেকে ছোট ছোট মিছিল নিয়ে জব্বারের মোড়ে জড়ো হন এবং বিকাল সাড়ে ৪টায় রেললাইন অবরোধের উদ্দেশ্যে অবস্থান নেন।
ময়মনসিংহের রুটে ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস তিনটি ট্রেন সাড়ে ৩ ঘণ্টা ধরে চলাচল বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন যেমন—‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘সময় চাই সময়, যৌক্তিক সময় চাই’।
রাত ৮টার দিকে শিক্ষার্থীরা প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নেন, ফলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানায়, সরকারি চাকরিতে বৈষম্য দূর করার জন্য ২০১০ সালের জুলাই গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও সৃষ্টি হয়েছে। পূর্বে বিসিএস লিখিত পরীক্ষার জন্য সাধারণত ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হতো, তবে এ বছর মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মতে, অগ্রহণযোগ্য।
বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, “বিসিএস পরীক্ষার সময়সূচি সম্পূর্ণ সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। শিক্ষার্থীদের গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানাই। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা কর্মসূচি থেকে বিরত থাকতে অনুরোধ করি।”
সিএনআই/২৫