১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা কাপুর শুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন

শেয়ার করুন

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মারাঠি বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। সিনেমার একটি নাচের দৃশ্য শুট করার সময় তাঁর পায়ে আঘাত লাগে।

ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামা-র প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের সময় শ্রদ্ধা লাভনি নৃত্যের সাজপোশাকপ্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনী পরে দ্রুতগতিতে নাচছিলেন। হঠাৎ কোমরবন্ধনী খুলে পড়ে এবং চোটের ঘটনা ঘটে।

চোট লাগার পর শুটিং স্থগিত করা হয়, এবং শ্রদ্ধা দ্রুত মুম্বাই ফিরে আসেন। তবে মুম্বাই ফিরেও বাকি দৃশ্যের শুটিং চালিয়ে যাচ্ছেন।

এসময় অভিনেত্রীকে মানসিকভাবে চাপের মধ্যে রেখেছে তার ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলা, যার কারণে মুম্বাই পুলিশ ইতোমধ্যেই তাঁকে তলব করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন