১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সিআরসি স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

শেয়ার করুন

 

সংগীত, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কাম ফর রোড চাইল্ড’, বিশ্ববিদ্যালয় শাখার স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘থেকে একসাথে যুক্ত করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে সিআরসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২০১৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিশ্ববিদ্যালয় এলাকার পাশ্ববর্তী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এবং একটি স্কুল পরিচালনা করে।

বিশ্ববিদ্যালয় শাখা সিআরসির স্কুল পরিচালক মো. আজিজুর রহমান বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল গরিব, অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা এবং তাদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য পাশে দাঁড়ানো। আমরা তাদের কতটুকু শেখাতে পেরেছি, তা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং মেধাবীদের উপহার ও পুরস্কার প্রদান করা হয়। আমরা চেষ্টা করছি তাদের মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করতে।”

শেয়ার করুন