ফেনীর ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা প্রথম আগুনের খবর পান। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ এবং কয়েকটি অক্ষর আগুনে পুড়ে গেছে। তবুও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সংগঠক মুহায়মিন তাজিম বলেন, “আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি তৈরির জন্য এমন ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা প্রতিরোধে আরও বেশি তৎপর হতে হবে।”
ফেনী সদর মডেল থানার ওসি শামসুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
সিএনআই/২৫