১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ থেকে কিশোরসহ ২ জন আটক

শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে পুলিশ কিশোরসহ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে ১৪ বছর বয়সী কিশোরকে এবং দুপুর ১টার দিকে ২২ বছর বয়সী এক যুবককে আটক করা হয়।

আটক কিশোর ময়মনসিংহের ভালুকা উপজেলার। তাকে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়। কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল এবং হাতে একটি ব্যাগ ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, “আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর; কখনো নিজেকে শিক্ষার্থী, কখনো ছাত্রদলের এবং আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।”

শেয়ার করুন