১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিটিসিএল অফিসে অগ্নিকাণ্ড, দুই লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন

সিলেট নগরের তালতলা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিসের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সীমান্ত দেয়ালে কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় পাশের বিটিসিএল কার্যালয়ের পরিত্যক্ত ঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মূল ভবনটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, ওয়েল্ডিংয়ের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিটিসিএল সিলেট কার্যালয়ের ডিজিএম মিহির রায় বলেন, “আগুনে কিছু জিনিসপত্র পুড়ে গেছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।”

সিএনআই/২৫

শেয়ার করুন