১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি পর্যটন ভিসা দিচ্ছে ভুটান

শেয়ার করুন

আমেরিকা, অস্ট্রেলিয়া বা জাপান নয়—বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসা এখন দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের। দেশটিতে প্রবেশ করতে প্রতি বিদেশি পর্যটককে প্রতি রাতের জন্য ১০০ মার্কিন ডলার ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি’ বা টেকসই উন্নয়ন ফি দিতে হয়, যা সাধারণ ভিসা ফির অতিরিক্ত। ফলে এক রাতের খরচ দাঁড়ায় প্রায় ১৪০ ডলার

ভুটান সরকার জানায়, এই ফি দেশের স্বাস্থ্য, শিক্ষা, বন সংরক্ষণ ও ঐতিহ্যবাহী মঠ-মন্দির সংস্কারে ব্যয় করা হয়। মূল উদ্দেশ্য হলো, সচেতন ও দায়িত্বশীল পর্যটকদের আকৃষ্ট করা, যাতে প্রকৃতি ও সংস্কৃতির ভারসাম্য বজায় থাকে।

গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’-এর দর্শনে পরিচালিত এই হিমালয়ঘেঁষা দেশটি এখন পরিবেশবান্ধব পর্যটনের নতুন দৃষ্টান্ত।

সিএনআই/২৫

শেয়ার করুন