১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের

শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় টাইগাররা। এশিয়া কাপে ফাইনাল হাতছাড়া, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ—সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার মিরপুরে জয় দিয়েই ঘুরে দাঁড়াতে চায় মিরাজ-তাসকিনরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ফরম্যাটে নিজেদের ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে চায় টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ একটিও ম্যাচে ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ম্যাচে ৩০ ওভারের মধ্যেই অলআউট হয় দল। গত নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ, ১৪ ম্যাচে জিতেছে মাত্র দুটি।

তবে ঘরের মাঠে টাইগারদের রেকর্ড কিছুটা আশার আলো দেখায়। সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতে ঘরের মাঠে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দল।

আরেকটি পরিসংখ্যানও অনুপ্রেরণা জোগাচ্ছে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে সামগ্রিকভাবে মুখোমুখি রেকর্ডে এখনো পিছিয়ে বাংলাদেশ—৪৭ ম্যাচে ২১ জয় ও ২৪ পরাজয়, বাকি দুই ম্যাচ পরিত্যক্ত।

দলীয় সমন্বয় ও ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এনে ভালো শুরু করার প্রত্যাশা করছে দল ব্যবস্থাপনা। মিরাজ, তাসকিন ও শান্তদের পারফরম্যান্স নিয়েই নতুন করে আশায় বুক বাঁধছেন সমর্থকেরা। এবার জয়ে ফিরেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় বাংলাদেশ দল।

 

শেয়ার করুন