
।।শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)।।
খুলনার কয়রায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা মারা গেছেন।
নিহত আবু তাহের হিরা (৫০) খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাইকগাছা উপজেলার গদাইপুর এলাকায় তার মৃত্যু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে কয়রা উপজেলায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে রওনা দেন আবু তাহের হিরা। দুপুরে পাইকগাছা উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে খাবার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সে করে খুলনা নেওয়ার পথে গদাইপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের হিরার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় স্বাক্ষর করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
সিএনআই/২৫