
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবারের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
বিভিন্ন বোর্ডের পাসের হার নিম্নরূপ—
ঢাকা বোর্ড: ৬৪.৬২%, রাজশাহী: ৫৯.৪০%, চট্টগ্রাম: ৫২.৫৭%, কুমিল্লা: ৪৮.৮৬%, যশোর: ৫০.২০%, বরিশাল: ৬২.৫৭%, সিলেট: ৫১.৮৬%, দিনাজপুর: ৫৭.৪৯% এবং ময়মনসিংহ: ৫১.৫৪%।
এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২,৭৯৭টি কেন্দ্রে। ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন এবং কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৯ হাজার ৬১১ জন।
ফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও ইআইআইএন কোড দিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে— মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে:
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি বার্তায় ফল জানানো হবে।
অথবা
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে বিনামূল্যে ও ঝামেলাহীনভাবে ফল জানা যাবে।
ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন :
ওয়েবসাইটে প্রবেশ করুন : www.educationboardresults.gov.bd
তথ্য প্রদান করুন: পরীক্ষার ধরন (HSC/Alim), বছর (২০২৫) ও বোর্ড নির্বাচন করুন।
রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন : সঠিকভাবে দুই নম্বরই দিতে হবে; ভুল হলে ফলাফল দেখাবে না।
ফলাফল দেখুন : সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। চাইলে প্রিন্টও নেওয়া যাবে।
সিএনআই/২৫