
লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু গোলদাতা নন—গোল করানোর ক্ষেত্রেও ইতিহাসের সেরা। বুধবার (১৫ অক্টোবর) মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করানোর রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
আর্জেন্টিনা পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জয় পায়, যেখানে মেসির অবদান ছিল দুটি নিখুঁত অ্যাসিস্ট। প্রথমার্ধে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে প্রথম গোল করান তিনি, যা ছিল তাঁর ৫৯তম আন্তর্জাতিক অ্যাসিস্ট। এ মুহূর্তে তিনি ব্রাজিলের নেইমারের রেকর্ডে ভাগ বসান। কিন্তু এখানেই শেষ নয়—৮৪তম মিনিটে লাওতারো মার্তিনেজকে দিয়ে আরও একটি গোল করিয়ে ৬০ অ্যাসিস্টে পৌঁছে যান মেসি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, “গতকাল মেসিকে জিজ্ঞেস করেছিলাম, সে খেলতে প্রস্তুত কিনা। সে বলেছিল, হ্যাঁ। এটাই আমাদের জন্য সবসময় আনন্দের খবর।”
মেসি আগের ম্যাচে বিশ্রামে ছিলেন। ইন্টার মায়ামির হয়ে ২৭ দিনে সাত ম্যাচ খেলার পর তাঁকে বিশ্রাম দিয়েছিল আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। কিন্তু পুয়ের্তো রিকোর বিপক্ষে নিজেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন তিনি—আর তাতেই ইতিহাস গড়লেন।
এই ম্যাচের পর মেসি এখন আন্তর্জাতিক ফুটবলে এককভাবে শীর্ষে। তাঁর নিচে দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার (৫৯ অ্যাসিস্ট), তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভান (৫৮ অ্যাসিস্ট)। এরপর রয়েছেন ফেরেঙ্ক পুসকাস ও কেভিন ডি ব্রুইনা (প্রত্যেকে ৫৩ অ্যাসিস্ট) এবং পেলে (৪৭ অ্যাসিস্ট)।
আর্জেন্টিনার জার্সিতে গোল করানোর তালিকাতেও মেসির অবস্থান দুর্ভেদ্য। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন আনহেল দি মারিয়া (২৮), তৃতীয় ডিয়েগো ম্যারাডোনা (২৬), চতুর্থ আরিয়ে ওর্তেগা (২১) এবং পঞ্চম হুয়ান রোমান রিকেলমে (১৭)। মেসি সবচেয়ে বেশি গোল করিয়েছেন গঞ্জালো হিগুয়েইন (৯) ও সের্হিও আগুয়েরোকে (৯), আর লাওতারো মার্তিনেজকে করিয়েছেন ৮ গোল।
আন্তর্জাতিক পর্যায়ে মেসির ‘অ্যাসিস্ট ভিকটিম’দের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বেশি ভুগেছে—তাদের বিপক্ষে ৬ গোল করিয়েছেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে ৫টি এবং বলিভিয়ার বিপক্ষে ৪টি গোল করিয়েছেন।
শুধু আন্তর্জাতিক নয়, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন ৩৯৮। আর দুটি অ্যাসিস্ট করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ফেরেঙ্ক পুসকাসের ৪০০ অ্যাসিস্টের বিশ্বরেকর্ড। ৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে স্পষ্ট—ফুটবলে মেসির প্রভাব এখনো অমলিন।
মেসির ক্যারিয়ারে গোল যেমন অসংখ্য, তেমনি গোল করানোতেও তিনি এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তাঁর খেলায় নান্দনিকতা, বুদ্ধিমত্তা ও নিখুঁত পাসের সমন্বয় তাঁকে শুধু গোলদাতা নয়, বরং ‘গোলের স্থপতি’ হিসেবেও ইতিহাসে অমর করে রাখবে।