
শেখ শাহরিয়ার: খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য আটকাদেশ স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।
মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় তাকে ৬০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।
এ আদেশের বিরুদ্ধে ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিটের শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চে।
আবেদনকারীর পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হক ও মন্টু আলম।
আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন ফরিদ আহমেদের আটকাদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে আটক বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।