১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ আজ দলগুলোর হাতে দেবে কমিশন

শেয়ার করুন
জুলাই সনদ আজ দলগুলোর হাতে দেবে কমিশন
জুলাই সনদ আজ দলগুলোর হাতে দেবে কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাবে। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়নি। এ–সংক্রান্ত সুপারিশ পরে সরকার ও দলগুলোর কাছে আলাদা করে দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগে গঠিত ছয়টি কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ) প্রস্তাব নিয়ে কমিশন দুটি ধাপে ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। এতে মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়, যা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কমিশন জানিয়েছে, ৩০টি রাজনৈতিক দল ও জোটকে স্বাক্ষরের জন্য আহ্বান জানানো হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, সনদের খসড়ায় কোনো নীতিগত পরিবর্তন নেই, কেবল ভাষাগত সংশোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির বিষয়ে বেশিরভাগ দল সমর্থন জানিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেবে।

অধ্যাপক আলী রীয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন জানান, সনদে তিনটি ভাগ রয়েছে—পটভূমি, ৮৪টি সংস্কার প্রস্তাব ও বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা। কমিশন আশা করছে, শুক্রবারের মধ্যে বাস্তবায়নপদ্ধতি সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে দেওয়া সম্ভব হবে।

শেয়ার করুন