
শেখ শাহরিয়ার। জেলা প্রতিনিধি (খুলনা)।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আজ (সোমবার) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও এখন বড় চ্যালেঞ্জ। দুর্যোগ দেখা দিলে মানুষের ভোগান্তির শেষ থাকে না। বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ দেশ—তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি, ক্ষয়ক্ষতি তত কম।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস এবং জেজেএসের আব্দুল বাকী। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এর আগে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কালেক্টরেট প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।