১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে নৌকাডুবি, ২০ যাত্রী উদ্ধার

শেয়ার করুন

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কীর্তিনাশা নদী পার হওয়ার সময় ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের তৎপরতায় সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান, সকালে যাত্রীবোঝাই একটি নৌকা নদী পার হচ্ছিল। এসময় পাশ দিয়ে একটি বাল্কহেড দ্রুতগতিতে যাওয়ার কারণে তার সৃষ্ট ঢেউয়ে নৌকাটি দুলে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করেন।
ইউএনও আরও জানান, অতিরিক্ত যাত্রী এবং বাল্কহেডের ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা গেছে, নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর ‘ভাষা সৈনিক গোলাম মাওলা সেতু’ নির্মাণাধীন রয়েছে। সেতুর কাজ চলমান থাকায় ওই এলাকায় নৌকা ও ট্রলারই এখন একমাত্র পারাপারের ভরসা। এতে সাধারণ মানুষকে নিত্যদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজের কারণে বিকল্প পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকায় নদীতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত নিরাপদ নৌযান ও নজরদারি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন