১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মসজিদের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর লাশ উদ্ধার

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের নাম বশিরুল ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে ও এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে বশিরুল ইসলাম দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাতে যান। তবে অসুস্থ হয়ে দেড় মাস আগে দেশে ফিরে আসেন। রোববার দুপুরে মসজিদের সিঁড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বশিরুলের স্ত্রী মিতু আক্তার জানান, সকালে নাস্তা না করেই স্বামী বাড়ি থেকে বের হন। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে স্থানীয়রা মসজিদের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় বশিরুলের লাশ দেখতে পান।

স্থানীয় তরুণ তরিকুল ইসলাম টিপন জানান, মসজিদের মাইকে সমস্যা দেখা দিলে দুপুরে তা ঠিক করতে গিয়ে তিনি লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ইমাম ও এলাকাবাসীকে জানান।

দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমেক মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কারণে আত্মহত্যা হয়ে থাকতে পারে।”

শেয়ার করুন