
আফগান তালেবান সরকার নিশ্চিত করেছে যে পাকিস্তান সীমান্তের উত্তরাঞ্চলের একাধিক পাহাড়ি স্থানে তারা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
তালেবান প্রশাসন জানিয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী এক বাজারে বোমা হামলা চালায়। ওই হামলার প্রতিশোধ হিসেবেই তারা পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা অভিযান পরিচালনা করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ হামলাকে “বিনা উসকানিতে সংঘটিত” বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
নাকভি আরও সতর্ক করে বলেন, “আমাদের ওপর এক ইট ছুড়ে মারা হলে আমরা তার জবাবে পাথর ছুড়ে দেব।”
ইসলামাবাদ সরকারের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানবিরোধী সন্ত্রাসীরা আশ্রয় পাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন।