
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ মঙ্গলবার নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং ছিল। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে।
এই সভায় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশন্স ও ফাইন্যান্স কমিটি দেখবেন নাজমুল আবেদিন ফাহিম।
এদিকে বোর্ড সভায় জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর দায়িত্ব পেয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটের। তিনি এর আগে বিনা প্রতিন্দ্বিতায় বিসিবির পরিচালক মনোনীত হয়েছিলেন।