
কে.এম.মুরাদ,বাঁশখালী,চট্টগ্রাম : মহান বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান ফটক পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অসংখ্য শিক্ষাকর্মী। তাদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ।
অতিথিরা শিক্ষকদের অবদানকে স্মরণ করে বলেন,শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। তাদের জ্ঞান, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমেই আলোকিত প্রজন্মের জন্ম হয়।
উৎসবমুখর এ আয়োজনে শিক্ষক সমাজের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বার্তা ছড়িয়ে পড়ে বাঁশখালীর প্রতিটি শিক্ষা অঙ্গনে।