১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

শেয়ার করুন

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।

অষ্টম ওভারের পঞ্চম বলে আফগানিস্তানের প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে লং অনে পারভেজের হাতে ক্যাচ তুলে দেন সেদিকউল্লাহ আতাল।

এর আগের দুই বলে লং অফ ও লং অনের ওপর দিয়ে টানা দুই ছক্কা মারেন তিনি। টানা তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে বল তুলে ফেলেছেন ওপরে। আতাল আউট হওয়ার আগে ১৯ বলে করেছেন ২৩ রান। ৫৫ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

ইনিংসের অর্ধেক ওভার শেষে আফগানিস্তানের রান হয় ১ উইকেটে ৬৯।

১১তম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। নাসুম আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি সীমানার কাছে ক্যাচ হন ইবরাহিম জাদরান।

লং অনে সীমানা দড়ির কয়েক ইঞ্চি সামনে দাঁড়িয়ে ক্যাচ নেছেন রিশাদ। ইবরাহিম যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি আউট। তৃতীয় আম্পায়ার ছক্কা হয়েছে কি না চেক করতে করতেই ইবরাহিম মাঠ ছাড়েন। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান।

অভিষিক্ত ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল টিকলেন মাত্র ৩ বল। চতুর্থ বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে সাইফউদ্দিনের হাতে ক্যাচ। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

দারউইশ রাসুলির ঝড় থামান নাসুম আহমেদ। ২ ছক্কায় ঝোড়ো ব্যাটিংয়ের মনোভাব দেখানো রাসুলি বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে পারভেজের হাতে ক্যাচ তুলে দেন। ১৪তম ওভারের তৃতীয় বলে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। নাসুমের এটি দ্বিতীয় উইকেট।

প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন। কিন্তু উইকেট পাননি। নিজের চতুর্থ ওভারে উইকেট মেলে শরীফুল ইসলামের। সেটিও দুর্দান্ত এক ইয়র্কারে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে।

৩ নম্বরে নামা গুরবাজ ২ ছক্কা ১ চারে ২২ বলে করেন ৩০ রান। আফগানিস্তান পঞ্চম উইকেট হারায় ১৬.২ ওভারে।

শেয়ার করুন