১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

শেয়ার করুন

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি (৩১) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গোবরচাকা মেইন রোডের খালাশি বাড়ির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আশরাফুল করিম মৃত কামরুলের ছেলে। তার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলায়।

ডিবি পুলিশের অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন