১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা

শেয়ার করুন

প্রতিনিধি চট্রগ্রাম : মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদারপাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে, স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন, মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে দুটি বিস্কুটের প্যাকেটও ছিল।

নিহতের স্ত্রী ইমু আক্তার জানান, রাত ৯টার দিকে দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিলেন তিনি। ওই সময় হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে দেখেন, দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পান, মসজিদের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন