
রাঙামাটি প্রতিনিধি : মেহেদী হাসান
নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ,২৩ সেপ্টেম্বর সকালে নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অগ্রগতির জন্য ১টি বিগ ড্রাম, ১টি বিট ড্রাম এবং ১টি ফুটবল বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান ।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এলাকার মানুষ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নানিয়ারচর জোন।