১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন

শেয়ার করুন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইশতাধিক নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০টায় জামালপুর শহরের ব্রম্মপুত্র কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম ও শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি বই প্রদানের পাশাপাশি উন্নত মধ্যাহভোজের ব্যবস্থা করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাড. মুজিবুর রহমান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিয়াজ রহমান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জামালপুর জেলার সাবেক সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি অ্যাড. আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জাবিপ্রবির ছাত্রশিবিরের সদস্য আবু-সাইম, হাফেজ মামুনুর রশীদ ও আহাদ আল ফাহাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সফল ক্যারিয়ার গড়তে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ইত্যাদির গুরুত্বারোপ করেন৷ আলোচনা সভা শেষে ছাত্রশিবির সম্পর্কে নবীন শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের উত্তর দেয় শিবির নেতৃবৃন্দ৷

ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থী কুলসুম জাহান নিপা বলেন, “ছাত্রশিবির সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনেছি। তারা শিবিরে যোগ দেওয়ার জন্য কোনো চাপ দেয়নি বরং একজন সৎ মানুষ হিসেবে কীভাবে জীবনযাপন করা উচিত এবং সফল হওয়ার জন্য কী প্রয়োজন, সেই দিকনির্দেশনাই দিয়েছে। তাদের কার্যক্রম আমার খুব ভালো লেগেছে। নারীদের চোখে শিবির কেমন এমন প্রশ্নের উওরে আরেক নবীণ নারী জানান, “তারা বিদ্বেষী নয়; নারীদের যথেষ্ট শ্রদ্ধা ও সম্মানের চোখেই দেখেছে ৷

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী সৈবাল বড়ুয়া বলেন, “আমাদের এখানে কেউ জোর করে আনেনি। দাওয়াত পেয়েছিলাম তাই বন্ধুদের সাথে এসেছি। অতিথিরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক কথা বলেছেন, যা আমাদের কাজে লাগবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন এসে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ভুল পথে চলে যায়৷ গতানুগতিক অন্যান্য অনুষ্ঠানের চেয়ে আজকের আয়োজনটি অনেক বেশি শিক্ষামূলক ছিল। এজন্য শিবিরকে ধন্যবাদ৷

শেয়ার করুন