১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ক্যাপ্টেন প্ল্যানেটের নামে ডিসিকে নিয়ে আওয়ামীলীগ নেতার বৃক্ষ রোপন

শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ নামে জেলা প্রশাসককে নিয়ে গাছের চারা রোপন ও বিতরণ করেছে আওয়ামীগ নেতা শামসুল হক মনু। এ নিয়ে উঠেছে বিতর্ক।

চব্বিশের ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর পৌর আওয়ামীগের সহ সভাপতি শামসুল হক মনু কিছুদিন গা-ঢাকা দিলেও সম্প্রতী তিনি এলাকায় আসা যাওয়া শুরু করেছে। ঝালকাঠি পৌর আওয়ামীগের এই নেতা বর্তমানে সামাজিক ভাবে টিকে থাকতে প্রশাসনের উপর ভর করেছে বলে এলাকায় গুনজন চলছে।

গত ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে ঝালকাঠি কালেক্টরেট স্কুল কম্পাউন্ডে গাছের চারা রোপন এবং ঐ স্কুলের শিক্ষার্থীদেরকে চারা বিতরণ করার একটি সুক্ষ পরিকল্পনা করেন আওয়ামীলীগের মনু। যাতে জেলা প্রশাসকের সাথে তার সক্ষতা তৈরি হয়।

মনু তার নিজের দলীয় পরিচয় গোপন রাখায় জেলা প্রশাসক মনুর ফাদে পরেছেন বলেও শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। ক’দিন আগে আওয়ামীলীগের এই নেতা পৌরসভার প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) কাওছার হোসেনকে নিজের বাগে আনতে পৌরসভার বিভিন্ন সড়কে প্লাষ্টিকের ডাষ্টবিন বিতরন করেছেন। যদিও পরবর্তীতে কাওছার হোসেন মনুর পাতা ফাদের দিক এড়িয়ে গেছেন।

পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল হক মনুর এবারের কালেক্টরেট স্কুলে বৃক্ষনরোপন ও বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। তবে জানাগেছে প্রশাসনের কর্তাব্যাক্তিরা পৌর আওয়ামীগের সহ সভাপতি শামসুল হক মনুর দলীয় পরিচয় জানতেননা।

শেয়ার করুন