১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ ঈদগাঁ সংলগ্ন এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইসরাত জাহান রুবাইয়া (১৪) সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

শনিবার দুপুর ৩ টার দিকে বাড়ির পাশের বিলে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।

সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ইসরাত জাহান রুবাইয়া ও তার বড় বোন ইভা আক্তার বাড়ির পাশের বিলে সাঁতার শিখতে যায়। সেখানে দীর্ঘক্ষণ সাঁতার শেখার পর তার বড় বোন ইভা আক্তার তাকে একা রেখে বাড়িতে চলে যায়।

এক পর্যায়ে স্কুলছাত্রী একা একা পানিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল পৌণে ৪ টার দিকে বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন