১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা

শেয়ার করুন

সিলেটের ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত পর্যটকবাহী নৌকা ছাড়া আর অন্যকোনো ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার ,২০ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এই নির্দেশনা জারি করেছে প্রশাসন।

 

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্যকোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোলাগঞ্জের ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এ ছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুটও করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন এ নির্দেশনা জারি করেছে

 

শেয়ার করুন