১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ

শেয়ার করুন

বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের  ২১তম আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এ মেলায় বাংলাদেশের ৮টি শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অংশগ্রহণ করেছে।

চার দিনব্যাপী মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়।

এতে রয়েছে খাদ্য, পানীয়, চামড়া, চামড়াজাত পণ্য, ওষুধ, গৃহস্থালি, প্রসাধনসামগ্রী এবং তৈরি পোশাক। এসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, কেএমআর ক্রাফ্ট, রিমার্ক এইচবি লিমিটেড, নিজজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড, নওরিস ফুডস লিমিটেড এ মেলায় অংশগ্রহণ করে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিংসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

শেয়ার করুন