
রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার: মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সাম্প্রতিক দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে যে সব ফেস্টুন, ব্যানার ও প্রচার সামগ্রী লাগানো হয়েছিল, তা নিজ উদ্যোগে খুলে ফেলেছে এনসিপি নেতাকর্মীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে এ উদ্যোগের নেতৃত্ব দেন এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী কবিরুল ইসলাম রুমন, মুফলে উস সালেকিন ও সাফওয়ান জাহান চৌধুরী।
এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়।
কবিরুল ইসলাম রুমন বলেন, “আমরা বিশ্বাস করি একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতাও নাগরিক সচেতনতার অংশ। আমাদের দলীয় শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা নিজেরাই এসব ফেস্টুন অপসারণ করেছি। শহর পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।
অভিযানে আরও উপস্থিত ছিলেন যুব শক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য জাবেদ রহমান ও ফাহিম আহমেদ জনি।
এ উদ্যোগ শহরবাসীর মধ্যে প্রশংসার সৃষ্টি করে ।