
রাবিপ্রবি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাঙামাটির কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ পারভেজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বজিৎ শীল (২৬) রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিদর্শক শাহেদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের আসামবস্তি বাজার থেকে বিশ্বজিৎকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়,বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। ছাত্রলীগে পদ-পদবী না থাকলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় তার সরব ভূমিকা ছিলো। এছাড়া তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা এবং রাবিপ্রবি শিক্ষার্থী ও রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুর অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় হুমকি, হয়রানি ও রাঙামাটি ডিসি অফিসের সামনে হামলার শিকার হওয়া এক শিক্ষার্থী বিশ্বজিৎ শীলকে বিশ্ববিদ্যালয় থেকে চিরস্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হুমকি, দমন-পীড়ন ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার নামে।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
এদিকে বিশ্বজিৎ শীল কে কোন মামলা ছাড়াই গ্রেপ্তার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
উল্লেখ্য, প্রকাশ চাকমাকে ২০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং ১২ ফেব্রুয়ারি মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।