১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন

শেয়ার করুন

ওসি মোয়াজ্জেমের মামলাটি প্রত্যাহারের আবেদন

ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় দণ্ডিত সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন করেছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার জেলা প্রশাসকের কাছে করা তার আবেদনটি বর্তমানে মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে মতামতের জন্য রয়েছে।

মোয়াজ্জেম হোসেন দাবি করেন, দায়িত্ব পালনকালে অনুমতি নিয়েই নুসরাতের জবানবন্দি রেকর্ড করেছিলেন। কিন্তু ঘটনাটি বিশ্বব্যাপী আলোড়ন তোলার পর, তার অজ্ঞাতে স্থানীয় এক সাংবাদিক সেই ভিডিও মোবাইলের মাধ্যমে নিয়ে ছড়িয়ে দেন। পরে এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে তিনি গ্রেপ্তার হন এবং সর্বোচ্চ সাজা পান।

তার ভাষ্য অনুযায়ী, মামলার তদন্ত ও বিচারকাজ সঠিকভাবে হয়নি এবং এটি পূর্ববর্তী সরকারের নির্যাতনমূলক আইনের শিকার। তিনি প্রায় পাঁচ বছর কারাভোগের পর হাইকোর্টে জামিনে মুক্তি পেয়েছেন। মামলাটি প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহালের জন্য তিনি আবেদন করেছেন।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে দুদকের এখতিয়ারে থাকা মামলাগুলো তাদের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গ:
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে যৌন হয়রানি করলে তার মা থানায় মামলা করেন। ৬ এপ্রিল মাদ্রাসার ভবনের ছাদে দুর্বৃত্তরা নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিলে ১০ এপ্রিল তিনি মারা যান।

পরে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় এবং আদালত তাকে আট বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।

 

শেয়ার করুন