১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের রোজা সম্পর্কে যে তিনটি বিষয় জেনে রাখতে পারেন

শেয়ার করুন

শিশু ও বৃদ্ধদের জন্য রোজার বিধান কী?

রোজা প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য ফরজ। শিশুদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, তবে তারা অভ্যাস গড়ে তুলতে চাইলে আংশিক বা পূর্ণ রোজা রাখতে পারে।
অতি বৃদ্ধ, গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা, রোগী এবং ভ্রমণে থাকা ব্যক্তিদের জন্য রোজা রাখার বাধ্যবাধকতা নেই। তবে শিশু ছাড়া অন্যদের পরবর্তী সময়ে রোজার কাজা করতে হয়।

ভুলবশত পানাহার করলে রোজার কী হবে?

যদি কেউ ভুলবশত পানাহার করে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। তিনি পূর্ণ সময় রোজা চালিয়ে যাবেন। তবে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে।

রমজানে পানাহার না করেও মুসলমানরা কীভাবে সুস্থ থাকে?

রমজানে মুসলমানরা সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার গ্রহণ করে, যা তাদের সারাদিন সুস্থ রাখে। তারা প্রচণ্ড পরিশ্রমের কাজ এড়িয়ে চলে এবং শারীরিক শক্তি সংরক্ষণে সচেতন থাকে।

এভাবে রোজার বিধান মান্য করে মুসলমানরা তাকওয়া অর্জনের চেষ্টা করে।

 

শেয়ার করুন