১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!

শেয়ার করুন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন তিনি। এরপর একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন।

গ্ল্যামার ও অভিনয়ের দক্ষতার জন্য মিম বরাবরই আলোচনায় থাকেন। তার সৌন্দর্য ও স্টাইল ভক্তদের মুগ্ধ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রতিনিয়ত নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি সাদা টপসে নতুন এক ফটোশুটের ছবি শেয়ার করেছেন মিম। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেন তিনি। খোলা চুল আর হালকা মেকআপে ভিন্ন এক মিমকে আবিষ্কার করেছেন ভক্তরা।

ছবিগুলো দেখে ভক্তরা প্রশংসায় মেতেছেন। কেউ লিখেছেন, “আপনি এত সুন্দর কেন?” আবার কেউ বলেছেন, “ঢালিউডের সেরা অভিনেত্রী।” অনেকে তার স্টাইল ও সাহসী লুকের প্রশংসা করেছেন।

কিছুদিন আগেই ভালোবাসা দিবস উদযাপন করতে স্বামীর সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন মিম। সেখান থেকে ফিরে এসেই ভক্তদের জন্য এই নতুন ফটোশুটের চমক উপহার দিলেন তিনি।

উল্লেখ্য, হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিমের। এরপর থেকে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী।

 

শেয়ার করুন