
যুক্তরাজ্যের এক নারী কারা কর্মকর্তা কারাগারে এক বন্দির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলায় ১২ মাসের কারাদণ্ড পেয়েছেন। তিনি ওই বন্দিকে জেলের ভেতর অন্তত একবার চুম্বন করেছিলেন এবং তাকে বহু আবেদনময়ী মেসেজ পাঠিয়েছিলেন।
অভিযোগ ও তদন্ত
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ২৯ বছর বয়সী টনি কোল নর্থহাম্পটনশায়ারের ফাইভ ওয়েলস কারাগারে কর্মরত ছিলেন। তিনি ২৮ বছর বয়সী এক কয়েদির সঙ্গে পাঁচ মাসে ৪,৪৩১টি মেসেজ ও ফোন আদান-প্রদান করেন।
নর্থহাম্পটনশায়ার পুলিশ জানায়, মেসেজের মধ্যে অন্তর্বাসের একটি ছবিও ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কয়েদি টনি কোলকে জড়িয়ে ধরেছেন এবং অন্তত একবার তাকে চুম্বন করেছেন।
২০২৩ সালের ২৩ জানুয়ারি টনি কোল অনুমতি ছাড়াই ‘ওভারটাইম ডিউটি’ করেন, যা সন্দেহের জন্ম দেয়। তদন্তে দেখা যায়, তিনি ওই কয়েদির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। এরপর তাকে গ্রেপ্তার করে মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদের জন্য সতর্কবার্তা
তদন্তকারীরা খুঁজে পেয়েছেন, টনি কোল ১৮ বার ভিডিও কলে ওই কয়েদির সঙ্গে কথা বলেছেন এবং তার কোলে বসেছিলেন। তিনি ওই বন্দিকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
গোয়েন্দা পরিদর্শক রিকার্ড কর্নওয়েল বলেন, “টনি কোল জানতেন, তিনি সম্পূর্ণ নীতিবহির্ভূত কাজ করছেন। তার এই আচরণ শুধু তার নিজের জন্য নয়, সহকর্মী ও অন্যান্য বন্দিদের জন্যও ঝুঁকির কারণ হয়েছিল।”
তিনি আরও বলেন, “বেশিরভাগ কারা কর্মকর্তা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেন। এই শাস্তি অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে যে, দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”