
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তান। এই হারের ফলে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে স্বাগতিকদের জন্য। তবে সাবেক দুই তারকা ক্রিকেটার শোয়েব আখতার ও শোয়েব মালিকের বিশ্বাস, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান।
নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর পাকিস্তানের সামনে বাকি রয়েছে দুটি ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে ভারত ও বাংলাদেশের বিপক্ষে দুটিতেই জয় নিশ্চিত করতে হবে বাবর আজমদের। ভারতের বিপক্ষে রোববার দুবাইয়ে লড়বে পাকিস্তান, আর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশের।
পাকিস্তানের সম্ভাবনা নিয়ে আশাবাদী শোয়েব মালিক। তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করি, আমাদের সামনে সুযোগ আছে। ভারতকে হারানোর ভালো সম্ভাবনা রয়েছে, এরপর বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে পারলে সেমিফাইনালে যাওয়ার পথ খুলে যাবে।”
তবে পাকিস্তান দলের মানসিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত তিনি। মালিক বলেন, “দলের আত্মবিশ্বাস এখন অনেকটা নিচে নেমে গেছে। তবে এখনো নিজেদের প্রমাণের সুযোগ আছে। ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে, কিন্তু সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে এবং সামনে থেকে দলকে এগিয়ে নিতে হবে।”
এদিকে, সাবেক গতিতারকা শোয়েব আখতার পাকিস্তান দলকে আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “রক্ষণাত্মক মনোভাব বাদ দিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ভারতের বিপক্ষে তোমাদের শুভকামনা। নিউজিল্যান্ডের বিপক্ষে করা ভুল যেন পুনরাবৃত্তি না হয় এবং স্ট্রাইক রেটও যেন এত কম না থাকে।”
পাকিস্তান কি পারবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিতে? সেটাই এখন দেখার বিষয়!