১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তেলেঙ্গানায় রমজান মাসে মুসলিম কর্মচারীরা ছুটি পাবেন ১ ঘণ্টা আগে

শেয়ার করুন

তেলেঙ্গানায় রমজানে মুসলিম কর্মীদের আগে ছুটির সিদ্ধান্ত, বিজেপির ক্ষোভ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় আসন্ন পবিত্র রমজান মাসে মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা আগে ছুটি পাবেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘোষণা দিয়েছেন এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনাও ইতোমধ্যে জারি করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। দলটি প্রশ্ন তুলেছে, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের সময় কেন এই ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয় না। বিজেপির পক্ষ থেকে এটিকে ‘তুষ্টিকরণ রাজনীতি’ বলে অভিহিত করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত ও সুবিধার পরিধি

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ্য সরকার মুসলিম কর্মচারীদের রমজান মাসে এক ঘণ্টা আগে অফিস ত্যাগের অনুমতি দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মী, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সেক্টরের সব মুসলিম কর্মচারীরা ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিকেল ৪টায় অফিস ছেড়ে যেতে পারবেন। তবে এই সুবিধা পেতে তাদের সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

‘তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজেপির প্রতিবাদ ও পাল্টা যুক্তি

বিজেপি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। দলের আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, “নবরাত্রির উপবাসের সময় হিন্দু কর্মচারীরা কেন আগে ছুটি পান না?”

তবে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী শাব্বির বলেছেন, “এটি নতুন কিছু নয়। বিআরএস সরকারের সময়ও এই সুবিধা দেওয়া হয়েছিল। এমনকি বিজেপি শাসিত অনেক রাজ্যেও এই ধরনের ব্যবস্থা রয়েছে। শুধু তেলেঙ্গানায় নয়, বহু বছর ধরেই এই সুবিধা চলে আসছে।”

তিনি আরও বলেন, “গণেশ চতুর্থী ও বোনালুর মতো হিন্দু উৎসবের সময়ও বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়। সরকার নাগরিকদের সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়।”

তেলেঙ্গানা সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেও, কর্তৃপক্ষ বলছে এটি কোনো নতুন নীতি নয়। অন্যদিকে, বিজেপি এটিকে ধর্মীয় বিভাজনের রাজনীতি হিসেবে দেখছে।

 

শেয়ার করুন