
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় এক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আব্দুল্লাহ আল মাহিন। সে সময় আসামিদের এলোপাতাড়ি গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে অভিযুক্তদের তালিকায় রিমান্ডে থাকা আসামির নাম রয়েছে।