
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সদরঘাট নৌ পুলিশ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে ‘সী পাওয়ার-১’ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ জানান, জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে সাগরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে ‘সী পাওয়ার-১’ ফিশিং জাহাজে অন্যান্য মাছের সঙ্গে মিশ্রিত অবস্থায় বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়, যা আলাদা করে জব্দ করা হয়।
তবে অভিযানে জাটকা জব্দ করা হলেও কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ অভিযানে সদরঘাট নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল ও বেড় জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণ করে। কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জহির বলেন, “জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জাটকা রক্ষা করা যায়, তবে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে মৎস্য সম্পদ সংরক্ষণ সম্ভব হবে।”