
সংযুক্ত আরব আমিরাত নতুন ছয়টি দেশের প্রবাসী ভারতীয়দের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দেশগুলো হলো—সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের প্রবাসী ভারতীয়রা এই সুবিধা পেতেন। তবে এখন থেকে নতুন এই ছয় দেশের ভারতীয় বাসিন্দারাও আমিরাতে আগমনের পরপরই অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষ (আইসিপি) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সুবিধা অনুযায়ী, উল্লিখিত ছয় দেশের প্রবাসী ভারতীয়রা তাদের বৈধ পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট বা গ্রিনকার্ড প্রদর্শন করলেই আমিরাতের যেকোনো প্রবেশ পয়েন্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।
আইসিপির বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের সম্পর্ক ও বন্ধনকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এই ছয় দেশের ভারতীয় প্রবাসীরা আমিরাত ভ্রমণে আরও আগ্রহী হবেন। এটি তাদের জন্য বসবাস, কাজ এবং বিনিয়োগের সুযোগকে সহজতর করবে।”
নতুন এই সিদ্ধান্তের ফলে আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক ভারতীয়দের জন্য আরও সুবিধা ও সুযোগ সৃষ্টি হলো, যা উভয় দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে।