
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত গণমাধ্যম প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলা চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। একই ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এ হামলার তীব্র নিন্দা জানান।
নেতারা বলেন, চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টা শুধু ন্যাক্কারজনকই নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা গণমাধ্যমের মর্যাদা ক্ষুণ্ন করে।
এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা জড়িতদের কঠোর শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এদিকে, চট্টগ্রাম প্রতিদিন কর্তৃপক্ষ আইনি প্রতিকার চেয়ে পদক্ষেপ নিচ্ছে। প্রতিষ্ঠানটির সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন,
“হামলার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের হামলা গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। আমরা সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”
সংশ্লিষ্টরা ধারণা করছেন, সংবাদ প্রকাশের জের ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ও বিশেষ উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
ঘটনার পটভূমি:
গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে চারটি বাসে করে আসা কয়েকটি যুবক দল বিক্ষোভ ও মানববন্ধন করে। একপর্যায়ে তারা অফিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় জামালখান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম প্রতিদিন কর্তৃপক্ষের অভিযোগ, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালানোর ষড়যন্ত্র করেছিল।