১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল

শেয়ার করুন

 

গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য—

“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”

“আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”

“আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে”

“ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”

“হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই”

“মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”

“আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না”

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাশেমের মৃত্যুর ঘটনায় একাধিক কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল আয়োজন।

শেয়ার করুন