১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, তবুও সরছেন না আন্দোলনকারীরা

শেয়ার করুন

শাহবাগে পুলিশের লাঠিচার্জ, তবুও সরছেন না আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও এনটিআরসিএ নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে, দুপুর সোয়া ২টার পর থেকে পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া, ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি কয়েকজনকে আটক করতেও দেখা যায়।

তবে পুলিশের কঠোর অবস্থানের পরও আন্দোলনকারীরা বারবার রাস্তায় ফিরে আসছেন এবং তাদের দাবির প্রতি অনড় রয়েছেন।

শেয়ার করুন