১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে ৩০০ লকার খুলতে দুদকের অভিযান আজ

শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় প্রায় ৩০০টি সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সম্পদ সংরক্ষণ করেছেন বলে জানা গেছে। দুদক সন্দেহ করছে, কিছু লকারে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বা সংশ্লিষ্ট নথিপত্র থাকতে পারে

এর আগে, গত ২৬ জানুয়ারি, দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর লকারে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার সমমূল্যের দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই অভিযানের সময় আরও অনেক কর্মকর্তার লকারের তথ্য পায় দুদক। এরপর, ২ ফেব্রুয়ারি, দুদক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে এসব লকার সাময়িকভাবে ফ্রিজ করার অনুরোধ জানানো হয়। ফলে, বর্তমানে এসব লকার থেকে কোনো সম্পদ সরানো সম্ভব নয়।

দুদক ইতোমধ্যে আদালত থেকে লকার খোলার অনুমতি পেয়েছে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলে তল্লাশি চালানোর পরিকল্পনা করছে। এতে জ্ঞাত আয়বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

দুদকের এই পদক্ষেপের লক্ষ্য হলো দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ চিহ্নিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

 

শেয়ার করুন