১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২ ঘণ্টা দেরিতে ছেড়েছে মেঘনা, যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর

শেয়ার করুন

মেঘনা এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে ছাড়ায় যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়ে যাওয়ায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে উত্তেজিত যাত্রীরা বিক্ষোভ ও ভাঙচুর করেন।

দেরির কারণ:

রেলওয়ে সূত্র জানায়, মেঘনা এক্সপ্রেসের ছাড়ার সময় ছিল সন্ধ্যা ৬টা, কিন্তু এটি রাত ৭টা ৫০ মিনিটে ছেড়ে যায়। দেরির কারণ হিসেবে বলা হয়, মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসে ব্যবহার করা হয়েছিল। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে দেরিতে চট্টগ্রামে পৌঁছানোর কারণে মেঘনা এক্সপ্রেসও দেরিতে ছেড়েছে।

যাত্রীদের প্রতিক্রিয়া:

যাত্রী মো. হানিফ বলেন, “রেলওয়ের গাফিলতির কারণে ট্রেন ছাড়তে দেরি হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি হয় এবং কিছু চেয়ার ভাঙচুর করা হয়।”

আরেক যাত্রী সাইফুল ইসলাম জানান, “নারী ও শিশু যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন। ট্রেন কখন ছাড়বে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় সমস্যা আরও বেড়েছে।”

স্টেশন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবু বকর সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

শেয়ার করুন