১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারিভাবে চাল আমদানির সময় বাড়ল

শেয়ার করুন

চাল আমদানির সময়সীমা বাড়ালো সরকার

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, “বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।”

চালের বাজার পরিস্থিতি ও সরকারি উদ্যোগ

আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির ওপর জোর দেয় এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুরু হয়।

এছাড়া, দেশের ৬৪ জেলায় ওএমএস (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রমের মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া চালের দাম পাইকারি পর্যায়ে এখন নিম্নমুখী।

 

শেয়ার করুন