১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল, শিক্ষার্থীদের আন্দোলনে ঐতিহাসিক সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে অবশেষে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই ঘোষণা দেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে উপাচার্য এ সিদ্ধান্তের কথা জানান।

আন্দোলনের পটভূমি

মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে তালা ঝুলিয়ে দেন।

এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন, আর শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান নেন।

অন্যদিকে, পোষ্য কোটা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা সকালেই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের আন্দোলন চরমে পৌঁছালে বিকেলে উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ প্রত্যাশা

সিদ্ধান্ত ঘোষণার পর শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন এবং একে “একটি যুগান্তকারী সিদ্ধান্ত” বলে অভিহিত করেন।

এক শিক্ষার্থী বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। আশা করি এখন থেকে মেধাবীদের যথাযথ মূল্যায়ন হবে।”

অন্যদিকে, পোষ্য কোটা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন