১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশায় মোড়ানো দিনাজপুর, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

শেয়ার করুন

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতল বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। ফলে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে। এই কঠোর শীতে গ্রামাঞ্চলের নিম্নআয়ের মানুষ বিশেষভাবে সমস্যায় পড়েছেন। গরমের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের কষ্ট সবচেয়ে বেশি।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

 

শেয়ার করুন