১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির লাশ উদ্ধার

শেয়ার করুন

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি। প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানির পর কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজ এলাকায় ফিরছেন।

তবে এখনও বাড়ছে প্রাণহানির সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে মোট নিহতের সংখ্যা ৪৭ হাজার ২০০ জনের কাছাকাছি পৌঁছেছে। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে এই প্রাণহানি ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আহত আরও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ১৬৬ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আগ্রাসনের ফলে এখনও নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় হামলা চালিয়ে ভূখণ্ডটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এই আগ্রাসনে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

গাজার স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন ডলার। ইসরায়েলের বর্বরতাকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

 

শেয়ার করুন