
আগামীকাল রবিবার থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির সুপ্রিম কোর্টে চলমান একটি মামলায় টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল। আজ সেই আবেদনের চূড়ান্ত শুনানিতে আদালত নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে। ফলে রবিবার থেকেই অ্যাপটি নিষিদ্ধ হচ্ছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ টিকটকের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়। বিলটিতে বলা হয়েছিল, টিকটককে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর জন্য প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে বা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর জন্য ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
টিকটক এই বিলের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল। তাদের আইনজীবীরা যুক্তি দেন, টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর বাকস্বাধীনতা লঙ্ঘিত হবে। তবে সুপ্রিম কোর্ট টিকটকের সেই চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে, যার ফলে নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।